সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদি ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। আকস্মিক হামলায় গুরুতর আহাত হলে হাদির সুস্থতা কামনা এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান শোবিজ তারকারা।
এদিকে হাদিকে নিয়ে পোস্ট দেওয়ার পর হত্যার হুমকি দেওয়া হয়েছে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন, নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। এরই মধ্যে চমকের ফোন নম্বর ফাঁস করা হয়েছে। এব্রা মুখ খুললেন অভিনেত্রী।
চমক বলেন, আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহিদি মৃত্যু।
এ অভিনেত্রী তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বলেন, অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা কর না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের।



































