• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ফয়সালের বাড়ির ঠিকানা জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৪২ পিএম
ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ফয়সালের বাড়ির ঠিকানা জানা গেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করা যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির।

উল্লেখ্য, রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার দিন দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাড়ি বাউফলে—এ তথ্য জানাজানি হওয়ার পর এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ কর‌ছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য এলাকাবাসীর কা‌ছে পাওয়া যায়নি।

এদিকে সরেজমিনে বাউফলের কেশবপুর এলাকায় গিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০ বছর আগে ফয়সালের বাবা হুমায়ুন কবির ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে পরিবারসহ ঢাকায় চলে যান। এরপর থেকে তারা আর বাউফলে বসবাস করেননি এবং সেখানে বর্তমানে তাদের কোনো বাড়িঘরও নেই। স্বজনদের দাবি, ফয়সালকে তারা কখনো এলাকায় দেখেননি এবং কখনো গ্রামে আসেননি।

এ বিষয়ে বাউফল থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, অ‌ভিযুক্ত ফয়সা‌ল ও তার পরিবার ঢাকা‌তে বসবাস করে। তার না‌মে বাউফল থানায় কোন মামলা বা অ‌ভি‌যোগ নেই। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকাটিতে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।

Link copied!