• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

দেবের জন্য অভিনয় ছাড়তে চেয়েছিলেন শুভশ্রী!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:১২ পিএম
দেবের জন্য অভিনয় ছাড়তে চেয়েছিলেন শুভশ্রী!

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন— ‘বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়’। টলিউড তারকা দেব-শুভশ্রীর ভালোবাসার গল্পটা তেমনই। সিনেমায় অভিনয়ের সূত্র ধরে একে অপরের কাছে এসেছিলেন তারা। প্রগাঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন। কিন্তু সেই বন্ধন বেশিদিন স্থায়ী হয়নি। মাঝপথে হয় ছন্দপতন। কাটা ঘুড়ি আর নাটাইয়ের মতো দুজন আলাদা হয়ে যান।

‘চ্যালেঞ্জ’ ছবিতে অভিনয়ের সময় দেবালয়ে প্রবেশ করেন শুভশ্রী। বক্স অফিসে ছবিটি তুমুল হিট হয়। সেই সঙ্গে তাদের প্রেমও গভীর হয়। তবে তা বেশিদিন টেকেনি। এবার বিচ্ছেদ পরবর্তী যন্ত্রণার কথা জানালেন নায়িকা। তিনি জানান, দেবের জন্য অভিনয় ছেড়ে দিয়েছিলেন। 

সম্প্রতি এক শোয়ে এসেছিলেন শুভ। সেখানেই খোলেন ঝাঁপি। তিনি বলেন, 'আমার জীবনের এমন একটা পর্যায় এসেছিল যখন কাজ থেকে আমার ফোকাসটা একদম শিফট করে গিয়েছিল এবং সেটা কিন্তু আমার ডিসিশন ছিল। আফটার ‘পরাণ যায়…’ আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম।'

সঞ্চালক দেবশঙ্কর হালদার শুভশ্রীকে পালটা প্রশ্ন করেন, তিনি নিজের ইচ্ছায় কাজ ছেড়েছিলেন না কি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন? শুভশ্রী বলেন, ‘যেটার জন্য ডিসিশনটা নিয়েছিলাম সেই জিনিসটা (প্রেম সম্পর্ক) যখন থাকল না জীবনে….তখন আমি বুঝতে পারলাম জীবনটা খুব অনিশ্চিত। কিন্তু আমি আফসোস করি না যে কেন আমি আমার চারটা বছর নষ্ট করেছি! আমি আমার বাবা-মার সাথে সব কথা শেয়ার করতে পারতাম না, আমি আমার খুশিটাই আমার বাবা-মার সাথে শেয়ার করতে চাই। ডেফিনেটলি ওরা বুঝতে পারত!’

বিচ্ছেদের পর সেই মানুষকে (দেব) কী বলেছিলেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘যে সময় আমি জিরো হয়ে গিয়েছিলাম সেই সময় আমি ওই মানুষটিকে বলেছিলাম, দ্যাখো আমার জীবনে কিন্তু ইনসিকিউরিটি নেই। কারণ আমার হারানোর কিছু নেই। আমার কিছুই নেই। আমার ক্যারিয়ার তারপর থেকেই নতুন মোড় নেয়…’।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!