• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে ৩০ দালাল আটক


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৩:১০ পিএম
চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে ৩০ দালাল আটক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ৩০ দালাল ও প্রতারককে আটক করেছে র‌্যাব-৭। 

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ অভিযান শুরু হয়।

অভিযানে আটকদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, “এখন পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ অভিযান বিকাল পর্যন্ত চলবে।

Link copied!