• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

চট্টগ্রামে করোনায় এক দিনে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১১১৭


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ১২:০৬ পিএম
চট্টগ্রামে করোনায় এক দিনে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১১১৭

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার সঙ্গে সঙ্গে শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬০০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪১৯ জন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়া ৯ জনের মধ্যে নগরীতে ৩ জন এবং উপজেলা পর্যায়ে মারা গেছে আরো ৬ জন। আগের দিন চট্টগ্রামের উপজেলা পর্যায়ে ১০ জন এবং নগরীতে ৬ জনের মৃত্যু হয়েছিল। 

এর আগে ২৭ জুলাই চট্টগ্রামে করোনায় এক দিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল। পরদিন বুধবার (২৮ জুলাই) এর সংখ্যা দাঁড়ায় ১৭ জনে। তা ছাড়া বুধবার (৪ আগস্ট) এক দিনে ১৬ জনের মৃত্যু হয় করোনায়।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ল্যাব, চট্টগ্রামের ৮টি ল্যাব এবং অ্যান্টিজেন টেস্ট মিলে মোট ৩ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর আগের দিন এ সংখ্যা ছিল ৩ হাজার ৬৭৯ জন।

নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১১৭ জন। আগের দিন আক্রান্ত সংখ্যা ছিল ১ হাজার ২৮৫ জন। নতুন করে যাদের করোনা পজিটিভ এসেছে, তার মধ্যে চট্টগ্রাম নগরের ৬৪১ জন এবং বিভিন্ন উপজেলার ৪৭৬ জন রয়েছেন।

এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫ ৪৬ জন। মোট শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৫ হাজার ৪ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ২২ হাজার ৪৪৬ জন রয়েছেন।

Link copied!