গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর উপজেলা সদরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের সবুজ মিয়া (৩৫), ভোলা জেলার নিয়ামুলক হকের ছেলে জিন্টু মিয়া (৩০), রংপুর মর্ডান মোড়েন বাবুর স্ত্রী শাম্মী আকতার (৩৫) ও রংপুরের হারাগাছ বাংলা বাজারের শাহ জালাল (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা রংপুর থেকে পলাশবাড়ীর দিকে আসছিল। পথে প্রশিকা অফিসের সামনে রংপুরগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই নারী যাত্রীসহ ৩ জন। হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তত ৩ যাত্রী। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।