চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ছুরি হাতে ডাক্তারদের ধাওয়া দেন স্ত্রী।
শুক্রবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে এমন ঘটনায় হাসপাতালে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার হাসা গ্রামের দেলোয়ার হোসেন (৬৫) করোনা পজেটিভ নিয়ে বুধবার (৪ আগস্ট) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে মারা যান। স্বামীর মৃত্যুর সময় স্ত্রী কুলসুমা বেগম পাশে ছিলেন। ফলে স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে একটি ফল কাটার ছুরি নিয়ে ডাক্তারদের হত্যার চেষ্টায় কিছুক্ষণ দৌড়াদৌড়ি করেন।
কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে হাসপাতালের ফ্লোরে শুয়ে পড়েন। এ ঘটনায় হাসপাতালের রোগীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়।
পরে তার স্বজনরা এসে তাকে এবং তার স্বামীর লাশ হাসপাতাল থেকে নিয়ে যান।
হাসপাতালে থাকা এক রোগীর আত্মীয় জানান, কুলসুমা বেগম অতি শোকে ডাক্তারদের সঙ্গে এমন আচরণ করেন। তখন পুরো হাসপাতালে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন স্বাভাবিক আছে।