বিয়ে বাড়িতে বরযাত্রীদের মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে বরপক্ষ-কনেপক্ষের মারামারি। এরপর বিয়ে শেষে তালাক দেওয়া হয় নববধূকে। অবশেষে ভুল ভেঙে আবারও বিয়ের পিঁড়িতে বসলেন বর-কনে। তালাক দেওয়া সেই নববধূকে আবারও বিয়ে করলেন বর সবুজ।
জানা গেছে, ২৪ অক্টোবর বিয়ের দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েন দু’পক্ষ। এক পর্যায়ে কনেপক্ষের লোকজন বরপক্ষের কয়েকজনকে মারধর করে আহত করেন। পরে ওই দিন রাতে বিষয়টি সমাধান না হওয়ায় বিয়ে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর রাতে কনে সুমি আক্তার সুমি বর সবুজ আলীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তারা তাদের ভুল বুঝতে পারেন। এরপর ২৫ অক্টোবর সকালে কনে চলে যান বরের বাড়ি। সোমবার (২৫ অক্টোবর) রাতে ঝিনাইদহ সদর উপজেলার সোনারদাড়ি গ্রামে বরের বাড়িতে আবারও বিয়ে হয় তাদের।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী গ্রামে রোববার (২৪ অক্টোবর) বিকেলে বিয়ে বাড়িতে মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে বরপক্ষের তিনজনকে পিটিয়ে আহত করে কনেপক্ষের লোকজন। পরে সন্ধ্যায় আহত তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতে বিয়ে বিচ্ছেদ হয় ওই নবদম্পতির। নববধূকে তালাক দেওয়ার ২৪ ঘণ্টার মাথায় আবারও বিয়ে হয় তাদের।