• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রেকর্ড পারিশ্রমিকে রিয়ালে যাচ্ছেন এমবাপে?


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ১২:৪৪ পিএম
রেকর্ড পারিশ্রমিকে রিয়ালে যাচ্ছেন এমবাপে?
এমবাপের রিয়ালে যাওয়ার গুঞ্জনটা অনেক দিনের

কিলিয়ান এমবাপের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেসব কেবলই গুজব ছিল। দুই ক্লাবের কেউই সম্মতিতে পৌঁছাতে পারেনি। এবার জোর আলোচনা চলছে প্যারিস ছেড়ে স্প্যানিশ ক্লাবেই পাড়ি জমাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই তারকা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ এমবাপের সাথে সপ্তাহে ৮ লাখ পাউন্ডের একটি চুক্তিতে সম্মত হয়েছে। গত গ্রীষ্মে বেশ কয়েকটি বিড প্রত্যাখ্যান করায় স্প্যানিশ ক্লাবটি দীর্ঘ সময় ধরে এই স্ট্রাইকারকে পাওয়ার আশায় ছিল।

২৩ বছর বয়সী এমবাপের সাথে পিএসজির বর্তমান চুক্তি শেষপ্রান্তে। সুতরাং এখন তিনি অন্য ক্লাবের সাথে কথা বলতে পারেন। এ কারণেই ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদে যেতে মুখিয়ে থাকা তারকা সেরে ফেলেছেন তার চুক্তি। 

জার্মান পত্রিকা বিল্ডের মতে, তিনি বছরে ৪১.৬ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি চুক্তিতে সম্মত হয়েছেন। এমনটি হলে পারিশ্রমিকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রাজিল তারকা নেইমার জুনিয়রকে ছাড়িয়ে যাবেন এমবাপে।

তবে চ্যাম্পিয়নস লিগের ১৬ রাউন্ডে দুই পক্ষের মুখোমুখি লড়াই না হওয়া পর্যন্ত কিছুই ঘোষণা করা হবে না।

খেলা বিভাগের আরো খবর

Link copied!