• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রহমত-নাজিবুল্লাহকে বিদায় করে ম্যাচে ফিরল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৬:০০ পিএম
রহমত-নাজিবুল্লাহকে বিদায় করে ম্যাচে ফিরল বাংলাদেশ
ছবি সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩০৬ রান করেছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল সফরকারীরা। এরপর ওপেনার রহমত শাহ আর আগের ম্যাচের অর্ধশতক করা নাজিবউল্লাহ জাদরান মিলে বাংলাদেশকে কেবল হতাশাই উপহার দিচ্ছিলেন। 

অবশেষে তাদের ৯১ রানের জুটি ভাঙ্গে রহমতকে ফিরিয়ে। ইনিংসের পঁচিশতম ওভারে তাসকিনের আগুনে ঝরা বোলিংয়ে কোনো কিছু বুঝে উঠার আগেই বিদায় নেন এই ব্যাটার। তার ব্যাট থেকে এসেছে ৭১ বলে ৫২ রান। 

এরপর ইনিংসের ২৯তম ওভারে আবারও বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছে পেসার তাসকিন। প্রথম বলে উইকেটের পিছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নাজিবুল্লাহ জাদরান। এই ব্যাটার করেন ৬১ বলে ৫৪ রান। 
 
শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান। দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ নবী ১৭ বলে ৯ ও রহমানউল্লাহ গুরবাজ ৫ রান রানে অপরাজিত আছেন। জয়ের জন্য তাদের দরকার ১৩২ বলে ১৬৭ রান। হাতে আছে ৫ উইকেট। আর বাংলাদেশের প্রয়োজন ৫ উইকেট।

বাংলাদেশের পক্ষে তাসকিন দুটি এবং সাকিব-শরিফুল নেন একটি করে উইকেট।  

খেলা বিভাগের আরো খবর

Link copied!