চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানি পেসারদের দাপটে দ্রুতই ৩ উইকেট হারিয়েছে তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান। ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত (৯*) ও মুশফিকুর হমি (০*)।
এদিন দলীয় ১৯ রানে শাহীন আফ্রিদির বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সাইফ হাসান (১৪)। তার কিছুক্ষণ পর হাসান আলীর এলবিডাব্লুর শিকার হয়ে মাঠ ছাড়েন অন্য ওপেনার শাদমান ইসলাম। তিনিও করেন ১৪ রান।
অধিনায়ক মোমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৬ রানে সাজিদ খানের বলে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে বল জমা দিয়ে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। দুই টেস্টের এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বিশ্রাম সেরে টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহিম। এদিকে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়লেও সাদা পোশাকে ফিরেছেন উইকেটকিপার লিটন দাস।
বাংলাদেশ একাদশ : শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, সাইফ হাসান।
পাকিস্তান একাদশ : আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহম্মদ রেজওয়ান, ফাহীম আশরাফ, নোমান আলী, হাসান আলী, শাহীন আফ্রিদি, সাজিদ খান।