• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্যারাগুয়েকে উড়িয়ে জয়ে ফিরেছে ব্রাজিল


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ১১:০৪ এএম
প্যারাগুয়েকে উড়িয়ে জয়ে ফিরেছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (২ ফেব্রুয়ারি) প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ৪-০ গোলের বড় ব্যবধানে প্যারাগুয়েকে উড়িয়ে জয়ে ফিরেছে তারা।

ব্রাজিলের আগের ম্যাচ ছিল ইকুয়েডরের বিপক্ষে। ম্যাচজুড়েই ছিল অঘটন। অনাকাঙ্ক্ষিত তিক্ত ঘটনার জন্ম দেওয়া ম্যাচটি শেষ হয় ১-১ ড্রয়ে। তবে এদিন চমৎকার ম্যাচ উপহার দেয় তিতের দল।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। কিন্তু রাফিনহার গোল অফসাইডে বাতিল হয়ে যায়। ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোলটি পায় ব্রাজিল। সেই রাফিনহার পা থেকেই আসে প্রথম গোলটি।

১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে দ্বিতীয় গোল পায় শৈল্পিক ফুটবল খেলা ব্রাজিল। ৪০ গজ দূর থেকে নেওয়া শটে প্রতিপক্ষের জাল ভেদ করেন ফিলিপে কৌতিনহো।

ম্যাচের ৮৬ মিনিটে স্কোর ৩-০ করেন অ্যান্টোনি। এই গোলের উদযাপন শেষ হতে না হতেই দুই মিনিট পর বদলি খেলোয়াড় আর. গোজ ব্যবধান ৪-০ করেন। পুরো ম্যাচেই প্রতিপক্ষকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে ম্যাচ নিজেদের দখলে রেখে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তিতে বাহিনী।

খেলা বিভাগের আরো খবর

Link copied!