কিছুদিন আগে শোয়েব আখতার বলেছিলেন, ভারতীয় দল দুই ভাগে বিভক্ত। একদল বিরাট কোহলির পক্ষে, অন্যদিক কোহলির বিপক্ষে। এবার একই সুরে কথা বললেন পাকিস্তানেরই আরেক সাবেক ক্রিকেটার মুস্তাক আহমেদ। তার দাবি, ভারতীয় দলে দুটি গ্রুপ হয়ে গিয়েছে—একটি দিল্লির, একটি মুম্বাইয়ের।
ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক কোহলি। ব্যাট হাতেও সফল তিনি। তার মতো অধিনায়ক যখন দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন, সেটা দলের ভেতরের সমস্যাকেই তুলে ধরে। অন্তত এমনটাই মত মুস্তাকের।
কোহলির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গ তুলে মুস্তাক বলন, “কোহলির মতো সফল অধিনায়ক যখন অধিনায়কত্ব ছেড়ে দিতে চায়, বুঝতে হবে, ড্রেসিংরুমে সব কিছু ঠিক চলছে না। আমার মনে হচ্ছে, ভারতীয় দলে দুটি গ্রুপ হয়ে গিয়েছে—একটি দিল্লির, একটি মুম্বাইর।”
বিশ্বকাপ শুরুর আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন কোহলি। তার পর জানিয়ে দেন, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নেতৃত্বও ছেড়ে দিচ্ছেন। মুস্তাকের অভিমত, কোহলি খুব শিগগিরই টি-টোয়েন্টির ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। আমার মনে হয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর বেশি দিন খেলবে না কোহলি। যদিও আইপিএলে হয়তো খেলা চালিয়ে যাবে। মনে হয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ওর অভিযান সম্পূর্ণ হয়ে গিয়েছে।”
বিশ্বকাপে ভারতের ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার বলেন, “আমার মনে হয় ভারতের এই ফলের কারণ আইপিএল। অত দিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে ওরা ক্লান্ত, বিধ্বস্ত ছিল।”
২০১৭ সালে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান কোহলি। তার অধীনে ভারত ৫০ ম্যাচ খেলে ৩০ জয়ের বিপরীতে হেরেছে ১৬টিতে। ২টি ম্যাচ টাই হয়েছে, আর ফল হয়নি ২টি ম্যাচের।