• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

খেলার মাঝে দর্শকরা ছুড়ে মারলেন হাজার হাজার খেলনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০১:৪৩ পিএম
খেলার মাঝে দর্শকরা ছুড়ে মারলেন হাজার হাজার খেলনা

ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নেমেছে রিয়াল বেটিস। চলছে স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলার ১৪ মিনিটে অ্যালেক্স মোরেনোর গোলে এগিয়ে যায় বেটিস। তবে বিরতির সময় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য।

খেলা থামার সঙ্গে সঙ্গেই রিয়াল বেটিসের সমর্থকেরা মাঠের দিকে লক্ষ্য করে ছুড়ে মারতে থাকেন হাজার হাজার খেলনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই খেলনায় ছেয়ে যায় মাঠের চারপাশ। দ্বিতীয়ার্ধের খেলার শুরু আগ পর্যন্ত মাঠে উড়ে আসতে থাকে দর্শকদের ছোড়া টেডিবিয়ার, পান্ডাসহ বাহারি সব পুতুল।

শেষ পর্যন্ত ৪-০ তে জয় নিশ্চিত করে মাঠে ছাড়ে রিয়াল বেটিস। বড়দিনের মৌসুমের শুরুতেও লা লিগায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে দলটি। আর গ্যালারি ছাড়ার আগে দর্শকরাও উল্লসিত কণ্ঠে জানিয়ে দেন, এসব খেলনা দেওয়া হল সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারদের।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনসাইডার জানায়, বড়দিনের আগে একটি দাতব্য কর্মসূচির অংশ হিসেবে সমর্থকরা মাঠে এসব খেলনা ছুড়ে ফেলে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই দৃশ্য।

Link copied!