• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইপিএলে সাকিব-মোস্তাফিজের মূল্য ২ কোটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৪:৩০ পিএম
আইপিএলে সাকিব-মোস্তাফিজের মূল্য ২ কোটি

২০২২ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের ৪৯ ক্রিকেটারের তালিকায় নাম আছে বাংলাদেশের দুই তারকার। তারা হলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

সারাবিশ্ব থেকে এবার নিলামের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে ১ হাজার ২১৪ খেলোয়াড়। বাংলাদেশ থেকে এবারের নিলামে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার। যদিও ধারাবাহিক উপস্থিতি কেবল সাকিব ও মোস্তাফিজের।

সাকিবের ভিত্তিমূল্য গত বছরও ২ কোটি রুপি ছিল। নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১ কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ওই দামেই কিনেছিল রাজস্থান রয়্যালস।

এদিকে বিপিএলে সাকিব আল হাসানের দল বরিশাল মাঠে নামার আগেই শুনেছে দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির দুই ক্রিকেটার এবং কোচিং স্টাফের এক সদস্য।

কোভিড পজিটিভ হওয়ায় খেলতে পারছেন না নুরুল হাসান সোহান এবং মুনিম শাহরিয়ার। এর সঙ্গে আক্রান্ত হয়েছেন দলটির পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম। তবে শঙ্কামুক্ত আছেন সাকিব।

Link copied!