• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইপিএল খেলবেন না জেসন রয়


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৯:৫৪ এএম
আইপিএল খেলবেন না জেসন রয়

আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ব্যাটার জেসন রয়। এবারের নিলামে তাকে কিনেছিল গুজরাট টাইটান্স।

মঙ্গলবার (১ মার্চ) জেসন রয় নিশ্চিত করেছেন, তিনি তার পরিবারকে সময় দেওয়ার কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর মিস করবেন।

৩১ বছর বয়সী রয়কে আইপিএলের মেগা নিলামে টাইটান্স তার ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে কিনে নিয়েছিল। ইংলিশ এই তারকা গত সপ্তাহে তার সিদ্ধান্তের কথা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন।

জেসন রয় ইনস্টাগ্রামেও পোস্ট করে তার সিদ্ধান্তের কথা জানান।

তিনি পোস্টের মাধ্যমে জানান, “ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি, এই বছরের আইপিএল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ম্যানেজমেন্ট এবং অধিনায়ক হার্দিককে ধন্যবাদ জানাই আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং নিলামে আমাকে বেছে নেওয়ার জন্য।”

ইংলিশ এই ওপেনার আরও জানান, “বিগত ৩ বছরে বিশ্বে যা কিছু ঘটে চলছে, সবকিছু আমার ওপর প্রভাব ফেলেছে। আমি মনে করি, আমার পরিবারের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটানো উচিত। এছাড়া আমি নিজেকে এবং ক্রিকেট নিয়ে কাজ করতে কয়েক মাস বেশ ব্যস্ত থাকব। নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ এবং আমি আশা করি আপনারা সবাই আমার সিদ্ধান্তকে সম্মান জানাবেন।”

রয়ের পরিবর্তে কাকে স্থলাভিষিক্ত করবে এখনো টাইটান্সের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি। ইংলিশ এই তারকা আইপিএল ২০২১ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!