• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৩:২৩ পিএম
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের যুবাদের। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ৭ উইকেটের শোচনীয় পরাজয় ঘটে টাইগারদের। তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা।

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শনিবার রাতে সেন্ট কিটসে আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে রাকিবুল হাসানরা।

এই জয়ের ফলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড আর বাংলাদেশ হয়েছে রানার আপ। গতবার ফাইনালে ভারতকে হারিয়েই যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত ই। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত, রানারআপ দক্ষিণ আফ্রিকা। আগামী শনিবার মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ।

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হতো।

টস জিতে বোলিং নিয়ে শুরু থেকেই বোলাররা চেপে ধরে আরব আমিরাতকে। বাংলাদেশের বোলিং তান্ডবে বিধ্বস্ত হয়ে আরব আমিরাত থামে ১৪৮ রানে।

বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল তিনটি, আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট পান। রাকিবুল হাসান ও আরিফুল ইসলাম একটি করে উইকেট পান।

১৪৯ রানের লক্ষ্যে খেলতে নামে বাংলাদেশ। শুরুটাই দারুণ হয়েছিল তাদের।

১ উইকেটে ৮৬ রান করার পর বৃষ্টি নামলে ডিএলএস মেথডে লক্ষ্য নির্ধারিত হয় ৩৫ ওভারে ১০৭ রানের। ৬১ বল হাতে রেখেই ওই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

Link copied!