• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ীরা


সৌরভ কুমার দাস
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৬:৫১ পিএম
বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ীরা

মধ্যেপ্রাচ্যের দেশ কাতারে আর মাত্র কয়েক ঘণ্টা পর পর্দা উঠবে ২২তম ফুটবল বিশ্বকাপের। প্রতি আসরে নতুন নতুন রেকর্ড গড়ার হাতছানি থাকে। এই যেমন ইংলিশ ফুটবলার হ্যারিক কেন এবার প্রথম ফুটবলার হিসেবে একাধিকবার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিততে পারেন।

এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ২১ আসরে কোনো ফুটবলারই একাধিকবার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার ‘গোল্ডেন বুট’ জিততে পারেননি। প্রথম ফুটবলার হিসেবে এই অনন্য রেকর্ড গড়ার হাতছানি রয়েছে এই ইংলিশ ফুটবলারের সামনে।

এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে  ফ্রান্সের জুস্ত ফঁতেইনের। ১৯৫৮ বিশ্বকাপে ১৩ গোল করেছিলেন তিনি। আর সব বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ ১৬ গোল জার্মান ফুটবলার মিরোসাভ ক্লোসার।

সর্বোচ্চ ব্রাজিল থেকে পাঁচজন জিতেছেন এক আসরে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার। এছাড়া জার্মানি থেকে তিন জন ও আর্জেন্টিনা থেকে দুইজন জিতেছেন এই পুরষ্কার।

এক নজরে বিশ্বকাপের প্রতি আসরে সর্বোচ্চ গোলদাতাঃ

১৯৩০ বিশ্বকাপ

আট গোল করে এই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর্জেন্টিনার   গিয়েরমো স্তাবিলে  

১৯৩৪ বিশ্বকাপ

পাঁচ গোল নিয়ে এই আসরে সর্বোচ্চ গোলদাতা ছিলেন চেকোস্লোভাকিয়ার অলদ্রিখ নেয়েদলি

১৯৩৮ বিশ্বকাপ

এই আসরে সাত গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ব্রাজিলের লিওনিদাস।

১৯৫০ বিশ্বকাপ

এবারও ব্রাজিলেই গিয়েছে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার। সবচেয়ে  আটটি গোল করেছিলেন আদেমির।

১৯৫৪ বিশ্বকাপ

এই আসরে সর্বোচ্চ ১১টি গোল করেছিলেন হাঙ্গেরির সান্দর কোচিশ

১৯৮৫ বিশ্বকাপ

ফরাসি ফুটবলার জুস্ত ফঁতেন ১৩ গোল নিয়ে এই আসরে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

১৯৬২ বিশ্বকাপ

একজন বা দুইজন নয় রীতিমতো এই আসরে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সাতজন। প্রত্যেকেই করেছনে চারটি করে গোল। তারা হলেন, হাঙ্গেরির ফ্লোরিয়ান আলবের্ত, ব্রাজিলের গারিঞ্চা, সোভিয়েত ইউনিয়নের ভালেন্তিন ইভানভ, যুগোস্লোভিয়ার দ্রাজান জেরকোভিচ, চিলির লিওনেল সানচেস ও ব্রাজিলের ভাভা।

১৯৬৬ বিশ্বকাপ

এই আসরে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পর্তুগালের ইউজেবিও।

১৯৭০ বিশ্বকাপ

সর্বোচ্চ ১০ গোল করে এই আসরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন জার্মান ফুটবলার জার্ড মুলার।

১৯৭৪ বিশ্বকাপ

এই আসরে সর্বোচ্চ সাতটি গোল এসেছিল পোল্যান্ডের ফুটবলার জেগ্রোস লাটোর থেকে।

১৯৭৮ বিশ্বকাপ

সর্বপ্রথম এই আসরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর্জেন্টিনার মারিও ক্যাম্পেস

১৯৮২ বিশ্বকাপ

ছয় গোল করে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইতালিয়ান ফুটবলার পাওলো রসসি।

১৯৮৬ বিশ্বকাপ

এই আসরে আর্জেন্টিনা দ্বিতীয় শিরোপা জিতলেও ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতেছিলেন ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার।

১৯৯০ বিশ্বকাপ

ছয় গোল করে এই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ইতালির সাল্ভাতোড় স্কিল্লাচি।

১৯৯৪ বিশ্বকাপ

এই আসরে ছয় গোল করে যুগ্নভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রাশিয়ার ওলেগ সালেনকো ও বুলগেরিয়ার খ্রিস্তো স্ত্রইচকফ।

১৯৯৮ বিশ্বকাপ

এবারই প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। অভিষেক আসরেই ছয় গোল করে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্রোয়েশিয়ার দাভোর সুকের।

২০০২ বিশ্বকাপ

সর্বশেষ এই আসরেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এই আসরে নিজেকে যেন নতুন করে চিনিয়েছিলেন রোনালদো নাজারিও। আট গোল করে আসরে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি।

২০০৬ বিশ্বকাপ

এই আসরে সর্বোচ্চ ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোসা।

২০১০ বিশ্বকাপ

এবারও জার্মানি ঘরে গিয়েছে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার। এই আসরে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ট্মাস মুলার।

২০১৪ বিশ্বকাপ

এই আসরেই উত্থান ঘটেছিল কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেজের। ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন সেবার।

২০১৮ বিশ্বকাপ

ছয় গোল করে সর্বশেষ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন।

 

Link copied!