চমক রেখে এশিয়া কাপে টাইগারদের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন। ১৯৮৬ সাল থেকে এখন অবধি টাইগারদের জার্সিতে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করে উইজডেন। সেরা একাদশে সাকিব থাকলেও নেই মাশরাফিসহ দুই তারকা ক্রিকেটার।
এশিয়া কাপে বাংলাদেশ দলের অভিষেক ঘটে ১৯৮৬ সালে। এশিয়া কাপের নতুন একটি আসর শুরুর আগে উইজডেন প্রকাশ করেছে এশিয়া কাপে বাংলাদেশের সেরা একাদশ। সেই একাদশে সুযোগ হয়নি মাশরাফি বিন মর্তুজা, আশরাফুল, রিয়াদের মতো পরীক্ষিত ক্রিকেটারদের।
উইজডেনের চোখে বাংলাদেশের এশিয়া কাপ একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল - ইমরুল কায়েস। লম্বা সময় টাইগারদের হয়ে ওপেনিংয়ে খেলেছেন এই দুই ক্রিকেটার।
পারফরম্যান্স করেও জাতীয় দলের বাইরে থাকা আনামুল হক বিজয়ও সুযোগ পেয়েছেন উইজডেনের সেরা একাদশে। সাকিব আল হাসানের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে রয়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন। একাদশে স্পিনার হিসেবে সুযোগ পেয়েছে মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাক।
উইজডেনের চোখে বাংলাদেশের সেরা একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, আতাহার আলী খান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।