• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক হাজার গোল করা নিয়ে যা বললেন রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০১:২৭ পিএম
এক হাজার গোল করা নিয়ে যা বললেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন বয়স তার ৩৯, কিন্তু গোলের খিদে এখনও ২৪-২৫ বছরের তরুণ ফুটবলারদের মতোই। সম্প্রতি নিজের ক্যারিয়ারের ৯০০তম গোলটি করেছিলেন রোনালদো।

পরবর্তী মাইলস্টোন তবে কী এক হাজার? সেই বিষয় নিয়ে অবশ্য রোনালদোর সাফ জবাব, তিনি এই মুহূর্তে ক্যারিয়ারের এমন একটা সময় দাঁড়িয়ে আছেন যেখান থেকে খুব বেশি দূরের কথা ভাবতে রাজি নন। প্রথমে অবসর গ্রহণের আগে এক হাজার গোল করার লক্ষ্য মাত্রা নিলেও বর্তমানে তিনি নিজের উপর প্রত্যাশার চাপ নিতে চাইছেন না। এখন তার একমাত্র লক্ষ্য জীবন এবং খেলাটাকে উপভোগ করা। 

রোনালদোকে সম্প্রতি পর্তুগিজ ফুটবলের সর্বোচ্চ সম্মান ‘প্লাটিনাম কুইনাস’ প্রদান করা হয়েছে। সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পুরস্কার তুলে দেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো গোমেজ। এই পুরস্কার লাভের পর রোনাল্ডো তার এক হাজার গোল পূর্ণ করার ইচ্ছা প্রসঙ্গে কথা বলেন।

রোনালদো বলেন, ‘আমি এই মুহূর্তে আমার জীবন উপভোগের মধ্যে দিয়ে বেঁচে আছি। আমি এখন খুব বেশি দূরের কথা ভাবতে চাই না। আমি নিজেই এক হাজার গোল করার কথা বলেছিলাম, এখন সবকিছুই সহজ মনে হয়। গতমাসে আমি ৯০০তম গোল করেছিলাম। পুরোটাই মুহূর্তটাকে উপভোগ করার উপর নির্ভর করছে, দেখা যাক আগামী কয়েক বছর আমার পা কেমন থাকে। যদি আমি এক হাজার গোলে পৌঁছতে পারি তা নিঃসন্দেহে খুবই আনন্দের হবে, যদি আমি না পারি, তাহলেও আমি ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা ফুটবলার থাকব।’  

৫ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী রোনালদো বিশ্বের সর্বোচ্চ গোল করা ফুটবলার। তিনি এখনও পর্যন্ত ৯০০-র অধিক গোল করেছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অনেকটা পিছিয়ে। তিনি এখনও পর্যন্ত ৮৫০টি গোল করেছেন। ২০২২ সালের শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তিনি ইউরোপ ছেড়ে এশীয় ফুটবলে চলে আসেন। নাম লেখান সৌদির আল নাসর ফুটবল ক্লাবে। সেই ক্লাবের হয়ে একের পর এক গোল করে চলেছেন রোনালদো। তবে আল নাসরের হয়ে এখনও পর্যন্ত কোনও ট্রফি জিততে পারেননি তিনি। গত বছর সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন রোনালদো।

Link copied!