• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬
কাতার বিশ্বকাপ

চার দলের তিনজনকে পাওয়া যাবে না সেমিফাইনালে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১০:১৭ পিএম
চার দলের তিনজনকে পাওয়া যাবে না সেমিফাইনালে

রাত পোহালেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে চার দল। আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ও মরক্কো-ফ্রান্স মুখোমুখি হবে কাতার বিশ্বকাপের দুই সেমিফাইনালে। চার দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া যাবে মাঠে। কার্ড সমস্যার কারণে তারা খেলতে পারবেন না এই ম্যাচে।

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার মার্কাস অ্যাকুইনা ও গঞ্জালো মন্তিয়েল। এছাড়াও পর্তুগালের ম্যাচে হলুদ কার্ড দেখেন মরক্কোর ফরোয়ার্ড ওয়ালিদ চেদ্দিরা।

সেমিফাইনালে আর্জেন্টিনা ও মরক্কো তাদের এই তিন ফুটবলারকে মিস করবে। টুর্নামেন্টে এই তিন ফুটবলারের দুইটি করে হলুদ কার্ডের কোটা পূর্ণ হওয়ায় তাদেরকে সেমিফাইনালে পাওয়া যাবে না।

ফ্রান্স ও ক্রোয়েশিয়া দলে নেই কোনো কার্ড সমস্যা। ফলে গুরুত্বপূর্ণ সব ফুটবলারকে মাঠে নিয়েই নামতে পারবে এই দুই দল। সেমি-ফাইনালে ফুটবলাররা কার্ড পেলে অবশ্য কোনো দলকেই সমস্যায় পড়তে হবে না। ফাইনালে কার্ড সংখ্যা গণনা করা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে ফিফা।

Link copied!