• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

ব্রাজিলের একাদশে আছেন যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৮:০৭ পিএম
ব্রাজিলের একাদশে আছেন যারা
ছবিঃ গেটি ইমেজস

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মূল একাদশ ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। একাদশে কোনো চমক রাখেননি তিনি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পূর্ণশক্তির একাদশই খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

৪-২-৩-১ ফরম্যাশনে এই ম্যাচে খেলবে ব্রাজিল। রক্ষণভাগ সামলাবেন অধিনায়ক থিয়াগো সিলভা, মারকুইনহোস, মিলিতাও ও ডানিলো।

মাঝমাঠের দায়িত্বে থাকবেন ক্যাসেমিরো ও পাকুয়েতা। ক্যাসেমিরোর গোলেই গ্রুপ পর্বের ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়েছিল ব্রাজিল।

আক্রমণ ভাগের দুই পাশে থাকবেন ভিনিশিয়াস ও রাফিনহো। তাদের মাঝখানে আছেন নেইমার। আর নম্বর নাইন হিসেবে এই ম্যাচেও রিচার্লিসন থাকছেন।

বিশ্বকাপে চারবারের দেখায় ক্রোয়েশিয়ার বিপক্ষে কখনো হারেনি ব্রাজিল। আবার আগের চার বিশ্বকাপে নকআউট পর্বে ইউরোপিয়ান দলের বিপক্ষে হারতে হয়েছে সেলেসাওদের।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল একাদশঃ

অ্যালিসন বেকার, থিয়াগো সিলভা (অধিনায়ক), মারকুইনহোস, মিলিতাও, ডানিলো, ক্যাসেমিরো, পাকুয়েতা, ভিনিশিয়াস, রাফিনহো, নেইমার ও রিচার্লিসন।

Link copied!