• ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৬
কাতার বিশ্বকাপ

শুরুর আগেই শেষ মানের বিশ্বকাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০২:২১ এএম
শুরুর আগেই শেষ মানের বিশ্বকাপ

শেষ রক্ষা হলো না আর! মাঠে নামার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সেনেগাল স্ট্রাইকার সাদিও মানে। প্রথমে শুরুর ম্যাচের জন্য অনিশ্চিত বললেও এবার তাকে বিশ্বকাপেই না পাওয়ার ব্যাপারে নিশ্চিত করলো সেনেগাল ফুটবল ফেডারেশন।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময়ে হাঁটুতে চোট পেয়েছিলেন মানে। তবে আশা করা হচ্ছিল প্রথম ম্যাচ না হলেও দ্বিতীয় ম্যাচ থেকে পাওয়া যাবে তাকে।

এজন্য সেনেগালের বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলেও রাখা হয়েছিল মানেকে। তবে শেষ পর্যন্ত সে আশা আর পূরণ হচ্ছে না। দ্বিতীয় এমআরআই রিপোর্ট দেখার পর মানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে।

এখন সরাসরি অস্ত্রোপচারের টেবিলে যেতে হবে মানেকে। সেনেগালের বিশ্বকাপে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা ছিল তার। এছাড়া চলতি বছরে আফ্রো কাপ জয়েও তার পারফর্মেন্স রেখেছিল বড় অবদান।

সেনেগালের আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র মানে। ফলে তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন কোচ। এমনকি প্রয়োজনে প্রথম ম্যাচ তাকে ছাড়াও খেলতে চেয়েছিল তারা, যাতে বাকি দুই ম্যাচে পাওয়া যায়। কিন্তু বিশ্বকাপেই খেলা হচ্ছে না মানের।

Link copied!