এশিয়া কাপের জন্য রোববার (২৭ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশ্য রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। যাওয়ার আগে তাদের লক্ষ্যের কথা জানিয়ে যান। এশিয়া কাপে তাদের এবার প্রথম লক্ষ্যই থাকবে নাকি টুর্নামেন্টের ফাইনাল খেলা।
বর্তমান টাইগার দলে পেসাররা দারুণ ফর্মে রয়েছে। তারা নিয়মিত পারফর্মও করছেন। আর দলটার পেস আক্রমণের নেতৃত্ব দেন তাসকিন। বাংলাদেশের এই পেসারের মতে সবাই দলগতভাবে পারফরম্যান্স করতে পারলে এবারের এশিয়া কাপে ভালো কিছুই করতে পারবেন তারা। তাসকিন বলেন, “আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি, আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দোয়া করবেন যেন ভালো করতে পারি।”
বাংলাদেশ দলের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন অনেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা। সেই তালিকায় যুক্ত হয়েছেন তাসকিন আহম্মেদও। তারও ইচ্ছা আছে এবারের এশিয়া কাপের শিরোপাটা ছুঁয়ে দেখার। টাইগার পেসার বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন।”
এশিয়া কাপের সর্বশেষ তিন আসরের দুইবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি টাইগারদের। এবার সেই আরাধ্য ট্রফি জয়ের স্বপ্নটা ধরা দিতে পারে এশিয়া কাপের মাধ্যমে। এমন প্রত্যয় নিয়ে শ্রীলঙ্কায় গেলেন তাসকিন। তবে এর আগেই অবশ্য টাইগার দলে কিছু দুঃসংবাদ এসেছে। তামিমের ইনজুরির কারণে এশিয়া কাপ খেলা হবে না। আর পেসার এবাদত হোসাইনের লিগামেন্ট ইনজুরির কারণে এশিয়া কাপ শুরুর আগেই শেষ। এদিকে দলের সহ-অধিনায়ক জ্বরে আক্রান্ত হয়ে দলের সঙ্গে বিমানে উঠতে পারেননি। শেষ পর্যন্ত লিটন সুস্থ না হলে তিনিও মিস করতে পারেন এশিয়া কাপ।