• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

৭ নভেম্বরের সঙ্গে সাকিবের যে মধুর স্মৃতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৯:১৫ পিএম
৭ নভেম্বরের সঙ্গে সাকিবের যে মধুর স্মৃতি
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আজ থেকে ঠিক দশ বছর আগে এই দিনে একটি বিরাট রেকর্ড গড়েছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭ নভেম্বর আসলে কি করেছিলেন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেট তারকা, সেটা জানা দরকার সকলের।

২০১৪ সালের ৭ নভেম্বর খুলনা স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নাতসাই এমসাঙ্গির উইকেট লাভের পরই রেকর্ড সম্পূর্ণ করে ফেলেন সাকিব। ইংল্যান্ডের সাবেক লিজেন্ড ইয়ান বোথাম ও পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী ইমরান খানের পর বিশ্ব টেস্ট ইতিহাসে তৃতীয় অলরাউন্ডার হিসেবে এক ম্যাচে সেঞ্চুরি এবং দশ উইকেট লাভ করেন বাংলাদেশেরই গর্ব সাকিব। ওই টেস্টে বাংলাদেশ ১৬২ রানে জয়লাভ করে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৩৩ এবং দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪৮ (ডিক্লেয়ার্ড) রান করে। আর বাংলাদেশের চেয়ে আট বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া জিস্বাবুয়ে করে ৩৬৮ ও ১৫১ রান।

সাকিব ওই টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৩৭ এবং দুই ইনিংসে ৫টি করে মোট ১০টি উইকেট নেন। ম্যাচসেরাও হন সাকিব। প্রথম টেস্টে ৭টি উইকেট লাভের পাশাপাশি করেন ২০ রান। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৮৮ রান করার পাশাপাশি লাভ করেন ১টি উইকেট।

তিন টেস্টে ২৫১ রান ও ১৮টি উইকেট নিয়ে সিরিজসেরাও হন এই সাকিব।  

সেই সাকিব আজ বাংলাদেশ দলে নেই। ইতিহাসের কি নির্মম পরিস্থিতি? ক্যারিয়ারের শেষ বেলায় সামান্য একটি স্বপ্ন ছিল। দেশের মাটিতে টেস্ট ফরম্যাটের অবসান ঘটানো। তা তার শেষ স্বপ্নটি কিন্তু পূরণ হয়নি। যিনি দেশকে এভাবে দিয়ে গেছেন, তিনি শেষ বেলায় আশাহত হলেন। 

 

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!