• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

আবারও আফগানিস্থানের অধিনায়ক হলেন রশিদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০৮:৪২ পিএম
আবারও আফগানিস্থানের অধিনায়ক হলেন রশিদ খান
ছবি: সংগ্রহীত

আবারও আফগানিস্থানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার রশিদ খান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মোহাম্মদ নবী পদত্যাগ করায় আফগানদের টি-টোয়েন্টি অধিনায়কের পদ এতদিন শূন্য ছিল। এবার দ্বিতীয়বারের মতো সেই পদে রশিদ খানকে দায়িত্ব দিলো আফগানিস্থান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এর আগেও আফগানদের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন রশিদ খান। তবে প্রথম দফায় আক্ষেপ নিয়ে দায়িত্ব ছাড়লেও নতুন আবার শুরু করতে চান সময়ের সেরা এই লেগ স্পিনার।

নতুন করে অধিনায়কত্ব পাওয়ার পর রশিদ বলেন,  “অধিনায়কত্ব অনেক দায়িত্বের ব্যাপার। এর আগেও আমার দেশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। এখানে দারুণ সব ছেলে রয়েছে যাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে।”

এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টি ম্যাচে আফগানদের অধিনায়কত্ব করেছেন রশিদ খান। যেখানে তার অধীনে সাত ম্যাচে জয় পেয়েছে আফগানিস্থান।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর স্বাধীনভাবে অধিনায়কত্ব করতে না পারার অভিযোগ পদত্যাগ করেন মোহাম্মদ নবী। দল নির্বাচনে হস্তক্ষেপ করায় সরাসরি বোর্ডের দিকেই আঙ্গুল তুলেছিলেন তিনি।  

Link copied!