• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

জাতীয় লিগের দ্বিতীয় শিরোপা জিতল রংপুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০২:০৭ পিএম
জাতীয় লিগের দ্বিতীয় শিরোপা জিতল রংপুর

জাতীয় ক্রিকেট লিগের আগের আসরে অপরাজিত থেকেও শিরোপা জিততে পারেনি রংপুর বিভাগ। সেই আক্ষেপ ঘোচাতে নেমে এবারের আসরের প্রথম ম্যাচেই হেরে বসে দলটি। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ফিরে এসেছে তার। পরের পাঁচ ম্যাচ টানা জিতে জাতীয় লিগে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতলো দলটি।

শেষ ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট বিভাগের জয়ের জন্য ৮৮ রানের প্রয়োজন ছিল রংপুরের। স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই একাধিক উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।

অধিনায়ক আকবরও ব্যক্তিগত রান করে জয়ের আগেই আউট হয়ে যান। শেষ পর্যন্ত ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ের সঙ্গে সঙ্গে শিরোপাও নিশ্চিত করেন মোসাদ্দেক হোসেন।

এর আগে প্রথম ইনিংসে ১০৮ রানে অলআউট হয়েছিল সিলেট। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রংপুরও বেশি সুবিধা করতে পারেনি, গুটিয়ে যায় ১৮৮ রানে।

নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটার ব্যর্থতায় মাত্র ১৬৮ রান করতে সক্ষম হয় দলটি। এর ৮৮ রানের লক্ষ্য পেয়ে ২০১৪-১৫ সালের পর জাতীয় লিগের শিরোপা জিতলো রংপুর।

Link copied!