রিয়েল এস্টেট খাতে অনিয়ম ও প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৩৬টি রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির কার্যক্রমের ওপর সতর্কতা জারি করেছে। এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব কোম্পানির সঙ্গে কোনো ধরনের জমি বা ফ্ল্যাট-সংক্রান্ত চুক্তি না করার জন্য জনগণকে অনুরোধ জানানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, অনুমোদনবিহীন প্রকল্প গ্রহণ, নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণার একাধিক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির গণমাধ্যমকে জানান, সরকারের শর্ত লঙ্ঘন করায় কোম্পানিগুলোর নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে।
গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও বলেন, “প্রতিটি কোম্পানিকে সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় গৃহায়ণের পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু তা না করায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি এখন নিবন্ধন ছাড়া জমি বা ফ্ল্যাট বিক্রি করে, তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলো যদি ভবিষ্যতে সরকারের নির্ধারিত শর্ত পূরণ করে, তাহলে নিবন্ধন পুনর্বহাল করার সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
তালিকাভুক্ত ৩৬টি বাতিল রিয়েল এস্টেট কোম্পানি
১. ভিশন; ২১ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড; ২. প্রিমিয়াম হাউজিং এস্টেট; ৩. এনা প্রপার্টিস; ৪. গ্রেট ওয়ালস ল্যান্ড প্রপার্টি; ৫. গ্লোরিয়াস প্রপার্টিস; ৬. ম্যাক্সিম হোল্ডিংস; ৭. তুরিন হাউজিং; ৮. বিওসিএল ল্যান্ডস ডেভেলপমেন্ট; ৯. বেস্ট ওয়ে ল্যান্ড প্রপার্টিস; ১০. বেস্ট ওয়ে ফাউন্ডেশন; ১১. সাফিস ল্যান্ডস ডেভেলপমেন্ট; ১২. আরডিপি প্রপার্টিস; ১৩. গার্ডিয়ান রিয়েল এস্টেট; ১৪. ভেনাস হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট; ১৫. এফআইসিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার; ১৬. পারিজাত ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন; ১৭. দিশারি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট; ১৮. ভেনিস অফ বেঙ্গল প্রপার্টিস; ১৯. বসুধা বিল্ডারস; ২০. রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট; ২১. প্রান্তিক প্রপার্টিস; ২২. নেটওয়ার্ক ২০০৮ বিডি; ২৩. বসুতি বিল্ডারস অ্যান্ড ডেভেলপারস; ২৪. এসএফএল; ২৫. চন্ডিমাটি হীরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্টস; ২৬. হারপ হোল্ডিংস; ২৭. নবোদয় হাউজিং; ২৮. আমাদের বাড়ি; ২৯. নব্যধারা হাউজিং; ৩০. রিসমন্ট ডেভলপারস; ৩১. পুবালি ল্যান্ড ডেভেলপমেন্ট; ৩২. ড্রিম প্যারাডাইস প্রপার্টিস; ৩৩. সবুজ ছায়া আবাসন; ৩৪. ইউরো বাংলা হাউজিং; ৩৫. সৃজন হাউজিং ও ৩৬. ম্যাকপাই হাউজিং লিমিটেড। সূত্র; জনকণ্ঠ