• ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মুহররম ১৪৪৬

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী, ২ অভিভাবক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০২:১০ পিএম
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী, ২ অভিভাবক
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি তিন শিক্ষার্থী ও দুই অভিভাবকের।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার।

খাদিজা আক্তার বলেন, “আমাদের কাছে আসা তথ্যমতে এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। এসব তথ্য নিখোঁজ পরিবারগুলোর পক্ষ থেকেই এসেছে।”

এদিকে, রোববার (২৭ জুলাই) থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

গত ২২ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা, যাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন, যাদের অধিকাংশই শিশু।

দগ্ধ ও আহত ৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে। তাঁদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ছয়জনের পোড়া মরদেহ এখনো শনাক্ত হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করতে নিখোঁজ পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Link copied!