• ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মুহররম ১৪৪৬

প্রতিবেশী ২ দেশসহ সেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৩:০৪ পিএম
প্রতিবেশী ২ দেশসহ সেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
ছবি : সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ২০২৫ সালে চার ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৩তম, যা গত বছর ছিল ৯৭তম। তবে আশঙ্কার বিষয় হলো, ভিসা ছাড়া ভ্রমণযোগ্য দেশের সংখ্যা কমে এসেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Henley & Partners সম্প্রতি ২০২৫ সালের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে। এই সূচক তৈরি করা হয় আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (IATA) তথ্যের ভিত্তিতে। এতে বিশ্বের ২২৭টি গন্তব্যে কোনো দেশের পাসপোর্টধারীরা কীভাবে যাতায়াত করতে পারেন—তা বিশ্লেষণ করা হয়।

২০২৪ সালে বাংলাদেশি নাগরিকরা ৪২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারতেন। কিন্তু নতুন সূচকে দেখা গেছে, এখন সেই সংখ্যা কমে ৩৯টিতে দাঁড়িয়েছে। ফলে ভিসা ছাড়া ভ্রমণের ক্ষেত্রে সুযোগ কিছুটা সীমিত হয়ে পড়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। আর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যাদের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া; এ দুই দেশের নাগরিকরা ১৯০টি দেশে অনায়াসে প্রবেশাধিকার পান।

যেসব দেশে বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারেন (২০২৫):
বাহামাস, বারবাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গাম্বিয়া, গিনি-বিসাউ, হাইতি, জামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, তিমোর-লেস্তে, তোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, তুভালু এবং ভানুয়াতু।

Link copied!