• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

সেমি-ফাইনালেও থাকতে পারে বৃষ্টির বাগড়া


পার্থ প্রতীম রায়
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ১২:৩৪ এএম
সেমি-ফাইনালেও থাকতে পারে বৃষ্টির বাগড়া

সিলেট থেকে: বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি নারী এশিয়া কাপের বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ। তাতেই কপাল পুড়েছে বাংলাদেশের মেয়েদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকেই। সেমি-ফাইনালে খেলছে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে আসা থাইল্যান্ড।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অনুষ্ঠেয় নারী এশিয়া কাপের দুই সেমি-ফাইনালেও থাকতে পারে বৃষ্টির বাগড়া। এমনটাই জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাদের ভাষ্যমতে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১২ অক্টোবর) রাতে সংবাদ প্রকাশের সাথে সিলেটের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কথা বলেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক। তিনি জানান, বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে।

সংবাদ প্রকাশকে তিনি বলেন, “সিলেটে সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। আমাদের ফোরকাস্ট বলতেছে, সকালে বৃষ্টির হলেও সেটা ৯ টার আগে হবে।”

নারী এশিয়া কাপের প্রথম সেমি-ফাইনাল শুরু হবে সকাল ৯ টায়। আবহাওয়া বিভাগের অনুমান সত্যি হলে ভারত-থাইল্যান্ড ম্যাচ শুরু হতে দেরি হতে পারে। সেক্ষেত্রে খেলা গড়াতে পারে কার্টেল ওভারে।

শুধু ভারত-থাইল্যান্ড ম্যাচ নয়, শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় সেমি-ফাইনালেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। নাজমুল হকের মতে সেখানে বৃষ্টির সম্ভাবনা যে সময়ে রয়েছে তা দুই দলের দুশ্চিন্তা বাড়িয়ে দিবে বহুগুণে।

নাজমুল বলেন, “সকালের পর দুপুর ১.৩০-২ টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা হলে হয়তো দীর্ঘস্থায়ী হবে না।”

খেলার মাঝে বৃষ্টি শুরু হলে বৃষ্টি আইনের গড়াতে পারে ম্যাচ। তাতে পরে ব্যাট করা দল শুরুতে ভালো বোলিং করতে না পারলে তাদের উপর আসতে পারে বড় রানের চাপ। আবহাওয়ার পূর্বাভাস সঠিক হলে দ্বিতীয় ম্যাচ হতে পারে আরও বেশি জমজমাট।

Link copied!