পাপন-জালাল-তামিম বৈঠক শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৮:৪৭ পিএম
পাপন-জালাল-তামিম বৈঠক শুরু
ছবি : সংগৃহীত

অধিনায়কত্বসহ নানান বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অন্য কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তামিম ইকবালের। বৈঠক করতে রাত পৌনে ৮টা নাগাদ বিসিবি সভাপতির বাসায় উপস্থিত হয়েছেন তামিম।

গুলশানে আইভি লেগেসি বাসায় তামিম আসার আগেই এসেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

গত দুদিন ধরে তার সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছে তামিমের। শেষ অবধি আজ হয়েছে ওই বৈঠক। সেখানে তামিম এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন না, খেললে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন কি না,  বৈঠকে এসব নিয়ে আলোচনা হবে বলে ধারনা করা হচ্ছে।

লন্ডনে পিঠের চিকিৎসা করাতে যাওয়ার আগে সব বিষয়েই বিসিবির সঙ্গে খোলামেলা কথা বলবেন বলে জানিয়েছিলেন তামিম। এখন সেটিই হচ্ছে। কী আলাপ হলো এসব বিষয় জানাতে সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে।

Link copied!