• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

বাংলাদেশ পেসারদের প্রশংসা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৫:৫৭ পিএম
বাংলাদেশ পেসারদের প্রশংসা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক
নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররা দারুণ করছেন। বল হাতে নিয়মিত উইকেট পাচ্ছেন তাসিকন আহমেদ-হাসান মাহমুদ-মুস্তাফিজুর রহমানরা। অ্যালান ডোনাল্ডের ছোঁয়াতে পাল্টে যাওয়া টাইগারদের পেস ইউনিউট নিয়ে প্রশংসা করেছে নিউজিল্যান্ড দলও।

সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন এই সিরিজে নিউজিল্যান্ড দলের দায়িত্ব পাওয়া লকি ফার্গুসন। বাংলাদেশকে বেশ সমীহই করছেন কিউই এই পেসার। টাইগারদের পেস আক্রমণের প্রশংসা করেছেন। সেই সঙ্গে তাসকিনের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগির কথাও জানালেন। ফাগুসন বলেন, “হ্যাঁ, ভালো। যখন কোনো দলের পেসার উঠে আসে এটা রোমাঞ্চকর। আমি বাংলাদেশে যেটুকু দেখেছি, পেসারদের জন্য তেমন ক্যারি থাকে না। যাই হোক, এমন উইকেটও আছে যেখানে ক্যারি থাকে। কিন্তু তাসকিন যখন শেষবার নিউজিল্যান্ড গেলো, তখন তার সঙ্গে কথা হয়েছে। আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করেছি কীভাবে দ্রুত বল করতে হয় এ নিয়ে।”

এ সময় কিউই অধিনায়ক আরও বলেন, “আমার মনে হয় এটা দেশ থেকে দেশে বদল হয়। আর অবশ্যই, এমন অনেক সময় আসে যখন আপনি সত্যিই দ্রুত বল করতে পারবেন ও সেটার জন্য প্রাপ্তিও থাকবে। একই সঙ্গে এমন কিছু ম্যাচও হয় বিভিন্ন দেশে, যেখানে আপনাকে ধরে খেলতে হবে। এটা দেখা দারুণ। আমি জানি জার্গেনসন (বাংলাদেশের সাবেক কোচ এখন কিউইদের দায়িত্বে) রোমাঞ্চ নিয়ে বাংলাদেশের পেসারদের আসা দেখবে। আর কোনো সংশয় নেই এই সিরিজেও তার নজর থাকবে।”

স্পিনারদের ব্যাপারে ফার্গুসন বলেন, ”হোম কন্ডিশনে বাংলাদেশের স্পিন অ্যাটাক অনেক ভালো। ছেলেরা এখানে কয়েক বছর আগে খেলেছে, তারা এ সম্পর্কে ধারণা রাখে। এটা আমাদের জন্য ভিন্ন এক চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি।“

এ সিরিজেই অধিনায়কত্বের অভিষেক হচ্ছে ফার্গুসনের। বাংলাদেশেও এসেছেন প্রথমবারের মতো। ব্ল্যাকক্যাপ অধিনায়ক বলেন, “এখানে আসতে পেরে খুব খুব রোমাঞ্চিত। প্রথমবার বাংলাদেশে এলাম। ইংল্যান্ডে যেমন কন্ডিশন থেকে এসেছি, তার চেয়ে আলাদা। কিন্তু আমি উপমহাদেশে খেলতে পছন্দ করি, খুব ভালো চ্যালেঞ্জ। আর অবশ্যই বংলাদেশ তাদের ঘরের মাঠে খুব ভালো দল।”

Link copied!