• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

বার্সেলোনাকে কটূক্তি করার জন্য ক্ষমা চেয়েছেন মেসির ভাই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৬:১৩ পিএম
বার্সেলোনাকে কটূক্তি করার জন্য ক্ষমা চেয়েছেন মেসির ভাই

লিওনেল মেসির ভাই মাতিয়াস স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ-এ বার্সেলোনাকে কটূক্তি করার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, বার্সাকে ছোট করার অভিপ্রায় তার ছিল না। তিনি কেবল মজা করেছেন।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ-এ মেসির ভাই বলেছিলেন তার ভাই মেসি একজন বিশ্বকাপ বিজয়ী এবং তার নামে সাতটি ব্যালন ডি‍‍`অর রয়েছে। বার্সা সুপার পাওয়ার হাউজ কেবল মেসির কল্যাণেই হয়েছে।

তিনি বলেছেন, “মেসির জন্য বার্সেলোনা পরিচিত হয়ে উঠেছে। তাদের সম্পর্কে আগে কেউ জানত না। যার বার্সেলোনায় গিয়ে জাদুঘর দেখার সুযোগ হয়েছে, আপনি দেখতে পাবেন যে জাদুঘরটি মেসির।"

তবে এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পর ইনস্টাগ্রামে পোস্ট করে ক্ষমা চেয়েছেন মাতিয়াস।

তিনি বলেন, “আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলেছি, তার জন্য ক্ষমা চাই। আমি কেবল আমার ছেলে এবং আমার বন্ধুদের সঙ্গে রসিকতা করছিলাম। আমি কীভাবে বার্সেলোনার মতো বড় একটি ক্লাবকে অসম্মান করতে পারি? যা আমার পরিবার এবং লিও উভয়কেই অনেক কিছু দিয়েছে। আমাদের জন্য কাতালোনিয়া আমাদের দ্বিতীয় বাড়ি। আমি খুবই দুঃখিত এবং আমি সবার কাছে বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।"

Link copied!