• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

এমসিসির ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান সাঙ্গাকারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ১২:৪০ পিএম
এমসিসির ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা। ছবি: সংগৃহীত

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক তারকা কুমার সাঙ্গাকারা। গত ছয় বছর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন মাইক গ্যাটিং। এবার তার মসনদে বসছেন লঙ্কান এই গ্রেট।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এমসিসির সভাপতি ছিলেন সাঙ্গাকারা। ব্রিটিশদের বাইরে সাঙ্গাকারাই প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন সাঙ্গাকারা। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশা ও ধারাভাষ্যকার হিসেবেও দেখা গেছে তাকে।

সাঙ্গাকারার অধীনে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে আরও আছেন কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলী, জাস্টিন ল্যাঙ্গার, ইয়োইন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ, ঝুলান গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর এবং রিকি স্কেরিট। অন্যদিকে এমসিসি’র সভাপতির দায়িত্ব পেয়েছেন মার্ক নিকোলাস।

২০১৫ সালে অবসরে যাওয়ার আগে দেড় দশকের বেশি সময় শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন সাঙ্গাকারা। এ উইকেটরক্ষক ব্যাটার ১৩৪ টেস্টে ৫৭.৪০ গড়ে তার রান ১২ হাজার ৪০০। ৪০৪ ওয়ানডেতে ৪১.৯৮ গড়ে রান ১৪ হাজার ২৩৪। আর ৫৬ টি-টোয়েন্টিতে ৩১.৪০ গড়ে করেছেন ১ হাজার ৩৮২ রান। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে তাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে দেখা গেছে। খেলোয়াড়ি জীবন শেষে তিনি এখন ধারাভাষ্যকার ও কোচ হয়ে যুক্ত আছেন ক্রিকেটের সঙ্গে।

Link copied!