• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সিটির কাছে ওল্ড ট্র্যাফোর্ডে বিধ্বস্ত ম্যানইউ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ১১:০৮ এএম
সিটির কাছে ওল্ড ট্র্যাফোর্ডে বিধ্বস্ত ম্যানইউ
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ডার্বিতে ওল্ড ট্র্যাফোর্ডে জয় আকাশী নীল জার্সিদের। রোববার (২৯ অক্টোবর) রাতে মৌসুমের প্রথম ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে লজ্জার হারের পর ম্যানইউ সমর্থকদের শুনতে হলো দুয়ো। ‘ওল্ড ট্র্যাফোর্ড পতনের দিকে যাচ্ছে’ম্যাচ শেষে এমন স্লোগান দিতে থাকে সিটি ভক্তরা।

এই ম্যাচে জোড়া গোল করেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। অন্য গোলটি আসে ফিল ফোডেনের পা থেকে।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের প্রথম মিনিট থেকেই দখলে নিয়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। ২৬ মিনিটে বক্সের ভেতর রদ্রি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ম্যানসিটি। স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন হালান্ড। একটু পরেই ইউনাইটেডকে সমতা ফেরাতে পারতেন স্কট ম্যাকটমনি। কিন্তু তার শট দারুণভাবে ফেরান ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। ঘরের মাঠে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানইউ।

দ্বিতীয়ার্ধে এগিয়ে থেকে ম্যানসিটি মাঠে নেমে আরও আক্রমণের ধার বাড়ায়। এতে তারা ফলও পেয়েছেন। ম্যাচের ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। বের্নার্দো সিলভার বাড়ানো বলে দূরের পোস্টে হেডে বল জালে পাঠান নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে এবার এনিয়ে দশ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। যা ইউনাইটেডের মোট গোলসংখ্যার সমান। এরপর ৮০ মিনিটে হালান্ডের অ্যাসিস্ট থেকে তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন।

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ম্যাচের ৩১ মিনিটে ডেড লক ভাঙেন দিয়েগো জোতা। লিভারপুল ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দারউইন নুনিয়েজ। আর ৭৭ মিনিটে ফরেস্টের কফিনে শেষ পেরেক ঠুকেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ।  

এই জয়ের পর ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিনেই আছে সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে আর্সেনাল আর ২৬ পয়েন্টে শীর্ষে টটেনহাম। ২৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে ৪ নম্বরে আছে লিভারপুল। ১৫ পয়েন্ট নিয়ে ম্যানইউর অবস্থান ৮ নম্বরে।

Link copied!