• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ১০:২১ এএম
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা
সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে হারের কষ্ট ভুলতে না ভুলতেই আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২৩ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভিারতীয় ক্রিকেট বোর্ড।

প্রায় দেড় মাসের ওয়ানডে বিশ্বকাপের ব্যস্ত সূচির পর অনুমান করা যাচ্ছিলো ভারত বেশকিছু তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখবেন। হলোও সেটা। রোহিত শর্মা-বিরাট কোহলিদের দেখা যাবে না এই সিরিজে। এছাড়াও টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ইনজুরি থেকে সেরে না ওঠায় তাকেও দলে রাখেনি দেশটির ক্রিকেট বোর্ড। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব।

টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ঋতুরাজ গায়কোয়াদ। শেষ দুই ম্যাচে দলে ফেরার পর সেটা বুঝে নেবেন শ্রেয়াস আইয়ার। বিশ্বকাপের দল থেকে সূর্যকুমার বাদে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ এবং ঈশান কিশানকে। নির্বাচকেরা মনে করেছেন, এই তিন জন বিশ্বকাপে যথেষ্ট সুযোগ পাননি। তাই টি-টোয়েন্টির দলে নেওয়া হয়েছে। মূলত এশিয়ান গেমসে খেলতে যাওয়া বেশিরভাগ ক্রিকেটারকেই রাখা হয়েছে এই দলে।

বিশ্বকাপের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেও এই সিরিজ দিয়ে আবার দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন সানজু স্যামসন এবং শাহবাজ আহমেদ।

এদিকে, বিশ্বকাপ চলাকালেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী দলটির বেশিরভাগ সদস্যই আছেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। যদিও বিশ্রাম পেয়েছেন প্যাট কামিন্স। আসন্ন সিরিজে নেতৃত্ব সামলাবেন ম্যাথু ওয়েড। এ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা শন অ্যাবট, ট্রাভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা রয়েছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলে। 

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবাম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার।

Link copied!