• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতের মুখোমুখি আজ নেদারল্যান্ডস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ১২:১৩ পিএম
ভারতের মুখোমুখি আজ নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে উড়তে থাকা ভারতের বিপক্ষে আজ(রোববার) মাঠে নামছে ভারত। টানা আট ম্যাচের আটটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনাল আগে নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতের বিপক্ষে এই ম্যাচটা খুব একটা গুরুত্ব বহন করে না। তবে, ভারতের কাছে গুরুত্বহীন ম্যাচ হলেও নেদারল্যান্ডসের কাছে ম্যাচটার গুরুত্ব অনেক। এই ম্যাচটা জিততে পারলেই যে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়ে যাবে ডাচরা। বেঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচদিয়ে শেষ হবে গ্রুপ পর্ব।

এখন পর্যন্ত প্রথম পর্বে ৮ ম্যাচ খেলে সবগুলোতে জয় তুলে নিয়েছে ভারত। তাতে ১৬ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর ৯ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১৪। তাতে ডাচদের বিপক্ষে হারলেও শীর্ষস্থান হারাবে না ভারত, রানরেটেও প্রোটিয়াদের থেকে অনেক এগিয়ে স্বাগতিক দলটি।

চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করেছিল নেদারল্যান্ডস। তবে নিজেদের তৃতীয় ম্যাচে গিয়ে উড়তে থাকা প্রোটিয়াদের হারায় দলটি। কিন্তু একের পর এক হারের কারণে প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তাদের। তাই ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে ডাচ বাহিনী হারলেই ২০২৫ সালের ওই বৈশ্বিক আসরে উঠে যাবে বাংলাদেশ। আর ভারতকে হারাতে পারলে টাইগার বাহিনীকে সরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটবে নেদারল্যান্ডস। 

এখন পর্যন্ত মাত্র দুবার ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-নেদারল্যান্ডস। এর মধ্যে দুটিতেই জয় পেয়েছে ভারত। সবশেষ ম্যাচটি হয়েছে আজ থেকে এক যুগ আগে। ২০১১ সালের ৯ মার্চের সেই ম্যাচে ভারত জিতেছিল ৫ উইকেটে। আর ২০০৩ সালে দলটি জিতেছিল ৬৮ রানে। দুটি ম্যাচই হয়েছিলে বৈশ্বিক টুর্নামেন্টে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!