বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৩ মৌসুমের ফাইনালের তারিখ ঘোষণা করেছে। ৭ থেকে ১১ জুন লন্ডনের ওভালে একটি রিজার্ভ ডেসহ (১২ জুন) ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এর আগে সাউদাম্পটনে ফাইনালে ভারতকে আট উইকেটে হারিয়ে ২০২১ এর উদ্বোধনী সংস্করণ জিতেছে নিউজিল্যান্ড।
বর্তমানে ভারত ও অস্ট্রেলিয়া ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য দুই শীর্ষ প্রতিযোগী। অস্ট্রেলিয়ার ৭৫.৫৬ পয়েন্ট, ভারতের ৫৮.৯৩।
অন্যদিকে, শ্রীলঙ্কা (৫৩.৩৩) এবং দক্ষিণ আফ্রিকা (৪৮.৭২) যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে। তাদেরও ফাইনাল খেলার সুযোগ রয়েছে। ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হওয়া আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার চার টেস্ট সিরিজ চূড়ান্ত ফাইনালিস্ট নির্ধারিত করবে বলে আশা করা হচ্ছে।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বাকি ফিক্সচার:
ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ
ভারত বনাম অস্ট্রেলিয়া (১ম টেস্ট) – নাগপুর, ৯-১৩ ফেব্রুয়ারি
ভারত বনাম অস্ট্রেলিয়া (২য় টেস্ট) – দিল্লি, ১৭-২১ ফেব্রুয়ারি
ভারত বনাম অস্ট্রেলিয়া (৩য় টেস্ট) – ধর্মশালা, ১-৫ মার্চ
ভারত বনাম অস্ট্রেলিয়া (৪র্থ টেস্ট) – আহমেদাবাদ, ৯-১৩ মার্চ
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (১ম টেস্ট) – সেঞ্চুরিয়ন, ২৮ ফেব্রুয়ারি-৪ মার্চ
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (২য় টেস্ট) – জোহানেসবার্গ, ৮-১২ মার্চ
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজ
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (১ম টেস্ট) - ক্রাইস্টচার্চ, ৯-১৩ মার্চ
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (২য় টেস্ট) - ওয়েলিংটন, ১৭-২১ মার্চ