শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের চোট পান। যার জন্য তিনি বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যান। অধিনায়কের বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে বুধবার (৮ নভেম্বর) বিজয় দেশ ত্যাগ করেছেন। ঢাকা ছাড়ার আগে বিজয়া জানান, বিশ্বকাপের একটি ম্যাচ খেলাও তার জন্য অনেক কিছু।
এবারের বিশ্বকাপে সবার আগে বাংলাদেশ সেমিফাইনালের রেস থেকে ছিটকে গেছে। এরই মধ্যে টাইগাররা ৮টি ম্যাচ খেলে ফেলেছে। বিশ্বকাপে তাদের শুধু আর একটি ম্যাচ বাকি আছে। ১১ নভেম্বর পুনেতে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই ম্যাচ খেলে বাংলাদেশ দল দেশে ফিরবে। বিশ্বকাপে নিজেদের শেষে ম্যাচে দলে দলের সঙ্গে যোগ দেওয়ায় অবশ্য কোনো আফসোস নেই বিজয়ের। যেকোনোভাবে হোক দলের হয়ে অবদান রাখতে চান তিনি।
বিজয় বলেন, “বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক; দলকে জেতাতে চাই।”
সবশেষ বিজয় গত এশিয়া কাপে বাংলাদেশ দলে জায়গা পান। সেখানেও তিনি সুযোগ পান টাইগার ওপেনার লিটন দাসের অসুস্থতার কারণে। এ নিয়ে বিজয় বলেন, “আসলে উপরওয়ালার ইচ্ছে ছিল। এজন্য হয়ত যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।”
২০১৫ বিশ্বকাপে চোট নিয়ে ফিরতে হয়েছিল বিজয়কে। এবার তিনি বিশ্বমঞ্চে সুযোগ পাচ্ছেন আরেকজন চোটে পড়ায়। এই ব্যাটার বলেন, “এটা আসলে আমিও কালকে চিন্তা করছিলাম ব্যাপারটা এরকমই। দোয়া করেন একটা ম্যাচই আছে। নিজেদের সেরাটা দিয়ে দলের জন্য যেন অবদান রাখতে পারি।”