• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

বাফুফুকে ফিফার কারণ দর্শানোর নোটিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০৭:১২ পিএম
বাফুফুকে ফিফার কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাক মো. আবু নাইম সোহাগসহ আরও দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের ক্রয় প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে।

ফিফা থেকে পাওয়া অনুদানের টাকা ব্যয়ে গরমিল করার অভিযোগ এসেছে দেশের ফুটবল নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থার বিরুদ্ধে। এছাড়া কর্মচারীদের বেতন বকেয়া রেখে অন্য খাতে ব্যবহারের অভিযোগও রয়েছে।

তবে বাফুফের বিরুদ্ধে অবশ্য আর্থিক অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়।  গত বছরই এমন অভিযোগে ফিফা বাৎসরিক অনুদান স্থগিত করেছিল। এবার সেই ঘটনার রেশ ধরেই বাফুফের ক্রয়-প্রক্রিয়ায় অসঙ্গতি পেয়েছে  ফিফা।

ফিফার ক্রয়নীতি অনুযায়ী, কিছু কিনতে হলে অন্তত তিনটি দরপত্র নিতে হবে।  সেখান থেকে সর্বনিম্ন দরদাতাকে কাজ দিতে হবে। বাফুফেও এই নিয়ম মানলেও ক্রয় রশিদসহ বাকি দুই কোটেশনে গরমিল করেছে। বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে আব্দুস সালাম মুর্শেদীও ফিফার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। 

Link copied!