• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নিজেকে পেলের সমান ভাবছেন না নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৮:৩৬ পিএম
নিজেকে পেলের সমান ভাবছেন না নেইমার
পেলের রেকর্ড ভাঙলেন নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে নেইমার জুনিয়রের শুরুটা হয়েছিল হতাশার। ম্যাচের শুরুতেই মিস করেন পেনাল্টি। নয় মাস আগে পেলের ৭৭ গোলে যে ভাগ বসিয়েছিল নেইমার সেটা ভাঙ্গতে পারল না  শুরুতে। তবে রেকর্ডটি নিজের করে নিতে বেশি সময় নেন নি ব্রাজিলের এই তারকা। বিরতির পর গোল করে ব্রাজিলিয়ান লিজেন্ড ‘ফুটবলের রাজা’ পেলের রেকর্ড ভেঙে দিলেন নেইমার। যোগ করা সময়ে আরও একবার বল জালে পাঠিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।

এই ম্যাচে জোড়া গোল করা নেইমার ৭৯ গোল পূর্ণ করে এখন দেশটির জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক। যেখানে কিং পেলে করেছিলেন ৭৭ গোল। এই রেকর্ড গড়ে বেশি উচ্ছ্বসিত আল হিলাল ফরোয়ার্ড। তবে নিজেকে পেলে থেকেও যোগ্য মনে করেন না তিনি। 

ম্যাচ শেষে নেইমার বলেন,  “এত খুশি যে ভাষায় প্রকাশ করার মতো না। আমি কখনও ভাবিনি এই রেকর্ড স্পর্শ করবো। কিন্তু এখন আমি বলতে চাই, আমি পেলের রেকর্ড ভাঙতে পেরেছি। তার মানে এই না যে আমি তার (পেলে) থেকেও উত্তম। এমনকি দলের বাকি খেলোয়াড়দের থেকেও উত্তম নই। আমি সবসময় ব্রাজিল দল ও ব্রাজিলের ফুটবল ইতিহাসে নাম লেখাতে চেয়েছি। আজ আমি সেটি পেরেছি।”

ফিফার হিসাবে ব্রাজিলের সর্বোচ্চ পাঁচ গোলদাতা

নেইমার                                ৭৯        

পেলে                                     ৭৭        

রোনালদো                            ৬২        

রোমারিও                              ৫৫        

জিকো                                   ৪৮        

Link copied!