• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

উইম্বলডনে জয়ে শুরু জোকোভিচ ও সুয়াতেকের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ০৬:১৪ এএম
উইম্বলডনে জয়ে শুরু জোকোভিচ ও সুয়াতেকের
ইগা সুয়াতেক। ছবি: সংগৃহীত

বছরের তৃতীয় গ্রান্ড স্লাম টেনিস আসর উইম্বলডন শুরু হয়েছে। প্রথম রাউন্ডে নোভাক জোকোভিচ ও ইগা সুয়াতেক নিজ নিজ খেলায় জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। 

মঙ্গলবার রাতের খেলায় দ্বিতীয় বাছাই সার্বিয়ার জোকোভিচ খুব সহজেই সরাসরি ৬-১, ৬-২ ও ৬-২ সেটে অবাছাই ভিট কেপ্রিভাকে পরাজিত করেন। 

নারী এককের শীর্ষ বাছাই পোল্যান্ডের সুয়াতেকও সরাসরি ৬-৩ ও ৬-৪ সেটে পরাজিত করেন অবাছাই সোফিয়া কেনিনকে। 

এরআগে, নারী এককের বর্তমান চ্যাম্পিয়ন ভন্দ্রোসোভা সরাসরি ৪-৬ ও ২-৬ সেটে জেসিকার কাছে হেরে বিদায় নিয়েছেন। 

পুরুষ বিভাগের চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভ জিতলেও ষষ্ঠ বাছাই রুবলেভ বিদায় নেন প্রথম রাউন্ডে পরাজিত হয়ে।

Link copied!