• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

টি টেনের শিরোপা ধরে রাখলো দিল্লি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ১২:১৬ এএম
টি টেনের শিরোপা ধরে রাখলো দিল্লি

শুরুতে ডেভিড ভিসা ও নিকোলাস পুরানের ব্যাটে চড়ে ভালো সংগ্রহ পেলো দিল্লি গ্ল্যাডিয়েটরস। এরপর তাদের হয়ে দারুণ বল করলেন জশ লিটল মোহাম্মদ হাসনাইনরা। নতুন আসা ফ্র্যাঞ্চাইজি নিউইয়র্ক স্ট্রাইকার্সকে হারিয়ে শিরোপা ধরে রাখলো দিল্লি।

সোমবার শেখ জায়েদ স্টেডিয়ামে আবুধাবি টি-টেনের ফাইনালে ৩৭ রানে জয় পেয়েছে দিল্লি। আগের আসরের শিরোপা জেতা দলটি এবারও হলো চ্যাম্পিয়ন। আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান করে দিল্লি। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ৯১ রানের বেশি করতে পারেনি নিউ ইয়র্ক।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সুরেশ রায়নাকে হারায় দিল্লি। ৫ বলে ৭ রান করে আকিল হোসেনের বলে ক্যাচ আউট হন তিনি। ৫ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৪০ রান করেন নিকোলাস পুরান। এছাড়া ২ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ৪৩ রান করেন ভিসা। নিউ ইয়র্কের পক্ষে ১৬ রান দিয়ে দুই উইকেট নেন আকিল হোসেন।

জবাব দিতে নেমে নিউ ইয়র্ক ইনিংসের দ্বিতীয় বলেই হারায় উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ ওয়াসিমকে। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই জশ লিটলের ওভারে বোল্ড হন তিনি। দিল্লির জয়ের নায়কও এই আইরিশ ক্রিকেটার।

২ ওভারে কেবল ৪ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট পান মোহাম্মদ হাসনাইনও। নিউ ইয়র্কের পক্ষে জর্ডান থম্পসন ১৭ বলে ২২ ও কাইরন পোলার্ড ১৫ বলে ২৩ রান করলেও দলকে জেতাতে পারেননি।

Link copied!