• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

একশ’ও করতে পারবে না নিউজিল্যান্ড ভাবেননি শান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ১০:৪২ এএম
একশ’ও করতে পারবে না নিউজিল্যান্ড ভাবেননি শান্ত
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

‘নাইস অব প্যাসিফিক’ বলে পরিচিত নেপিয়ারে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। যা নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে ক্রিকেট জয়। যেখানে বড় অবদান পেসারদের। শরিফুল ইসলাম-তানজিম সাকিবদের আগুনে বোলিংয়ের সামনে একশ রানও করতে পারেনি স্বাগতিকরা। কিউইদের এত অল্প রানে অলআউট করে দেবে বাংলাদেশে, তা ভাবেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। ৫১ রানে অপরাজিত থেকেছেন শান্ত। শেষ ওয়ানডে জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।

ম্যাচের পর শান্ত বলেন, ‘আমাদের সবাই যেভাবে বোলিং করেছে, যাকে যখন বোলিংয়ে এনেছি সবাই সবার দায়িত্ব পালন করেছে। অবশ্য শরিফুল দ্বিতীয় স্পেলে এসে দুইটা উইকেট তুলে দিছে তখন মোমেন্টামটা আমাদের দিকে এসেছে। আমি শুধু একজনকে ক্রেডিট দিতে চাই না। আমার মনে হয় প্রত্যেকটা বোলারই দায়িত্ব নিয়ে বোলিং করেছে এবং যা প্লান করেছিলাম ওই অনুযায়ী বোলিং করতে পেরেছি।’

ম্যাচের উইকেট নিয়ে শান্ত বলেন, ‘এই উইকেটে অতিরিক্ত কোনো সুবিধা ছিল না। তবে সকালে পেসারদের কিছু সাহায্য করেছে। আমি ওটাই করার চেষ্টা করেছি যে, কত লম্বা সময় ধরে পেসারদের দিয়ে বোলিং করাতে পারি।’

৯৮ রানে নিউজিল্যান্ড অলআউট হবে এটা তারা ভেবে ছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘না, এরকম তো চিন্তা করিনি। আমরা যে জিনিসটা পুরো সিরিজে করেছি তা হলো প্রসেসটা কি, ওটাই শুধু করার চেষ্টা করেছি। যখন আমরা লম্বা সময় ধরে ভালো বোলিং করেছি, তখন উইকেট পেয়েছি।’
 

Link copied!