চট্টগ্রাম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আবারও ফিরেছে হোম অফ ক্রিকেট- মিরপুরে। সাগরিকাতে আট ম্যাচ আয়োজিত হয়েছে বারের আসরে। দ্বিতীয় পর্ব শেষে রাত পোহালে মিরপুরে মাঠে গড়াবে তৃতীয় পর্ব।
এবার ঢাকায় তৃতীয় পর্বে দুইদিনে মাত্র চারটি ম্যাচে অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম দিনে সোমবার (২৩ জানুয়ারি) মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডমিনেটরস।
এছাড়া দ্বিতীয় দিনে মঙ্গলবার (২৪ জানুয়ারি) মাঠে নামবে ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটরস-খুলনা টাইগার্স।
চট্টগ্রাম পর্বেই প্রথম হার দেখেছে সিলেট স্ট্রাইকার্স। এর আগে টানা পাঁচটি ম্যাচ জিতেছে মাশরাফির দল। এছাড়া ব্যাট হাতে আসরের তৃতীয় সেঞ্চুরি দেখে সাগরিকা। ফরচুন বরিশালের পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ রংপুর রাইডার্সের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেছেন।
এছাড়া ব্যাট হাতে সাগরিকায় রীতিমতো চার-ছক্কার ফুলঝুড়ি ফুটিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। সাগরিকায় ব্যাটার তৌহিদ হৃদয়কে পায়নি সিলেট স্ট্রাইকার্স। তবে হাতের চোট থেকে সেরে ওঠায় আগামীকাল মাঠে ফিরতে পারেন তিনি।
মিরপুরে খুলনা টাইগার্স দলে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার শাই হোপ। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স উড়িয়ে এনেছে পাকিস্তানি পেসার নাসিম শাহকে।
এখন পর্যন্ত ২৭৫ রান নিয়ে এখন পর্যন্ত রান সংগ্রহকারীদের শীর্ষে রয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া উইকেট শিকারিদের তালিকায় ১১ উইকেট নিয়ে সবার উপরে খুলনা টাইগার্সের পাকিস্তানি অধিনায়ক ওয়াহাব রিয়াজ।