• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

ইংল্যান্ড শিবির ছাড়লেন বেন হোয়াইট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০১:১৪ এএম
ইংল্যান্ড শিবির ছাড়লেন বেন হোয়াইট

কাতার বিশ্বকাপের ইংল্যান্ড স্কোয়াড থেকে ছুটি নিয়ে দেশে ফিরেছেন ডিফেন্ডার বেন হোয়াইট। ঠিক কি কারণে তিনি দেশে ফিরেছেন তা নিশ্চিত করেছে ইংলিশ ফুটবল ফেডারেশন (এফএ)। বিবৃতিতে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন তিনি।

বুধবার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে বেন হোয়াইটের দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে এফএ। ঠিক কি কারণে তিনি দল ছেড়েছেন তা নিশ্চিত করেনি। বিশ্বকাপ চলাকালীন তাকে আর দলে পাওয়া যাবে না বলেও নিশ্চিত করেছে এফএ।

বেন হোয়াইট কেন দেশে ফিরছেন সেই বিষয়টি পুরোটাই গোপন রাখতে চায় এফএ। বিবৃতিতে তারা জানায়, খেলোয়াড়দের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই কারণ না জানানোর সিদ্ধান্ত।

বিশ্বকাপ চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন বেন হোয়াইট। ইনজুরির কারণে ওয়েলসের বিপক্ষে খেলতে পারেননি। এমনকি অনুশীলনেও ছিলেন অনুপস্থিত। সেনেগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ফেরার আশা করা হচ্ছিলো। এর আগেই দেশে ফিরলেন তিনি।

ফিফার নিয়ম অনুযায়ী বেন হোয়াইটের বদলি ডাকার সুযোগ নেই ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের সামনে। ফলে সেনেগালের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে একজন ফুটবলার নিয়েই প্রস্তুত হতে হবে তাকে।

Link copied!