• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

জয় নিয়ে রিয়ালের চেয়ে নিরাপদ দূরত্বে এগিয়ে বার্সেলোনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ১১:১৫ এএম
জয় নিয়ে রিয়ালের চেয়ে নিরাপদ দূরত্বে এগিয়ে বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপ জয়ের পর এই প্রথম ক্যাম্প ন্যুতে খেলতে নেমেছিল বার্সেলোনা। সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ সুপার কাপে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কাপ জিতেছিল কাতালানরা। গেটাফের বিপক্ষে ম্যাচে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে বার্সা মাঠে নিয়ে আসে ট্রফিট।

নিজেদের মাঠে রোববার রাতে লা লিগায় গেটাফের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রি।

ম্যাচের শুরু থেকেই দুই পক্ষ ম্যাড়মেড়ে খেলা খেলতে থাকে। বার্সেলোনা আক্রমণে অলসতা দেখাচ্ছিল। অন্যদিকে, গেটাফেও ছিল নিষ্প্রভ। দুই পক্ষের আক্রমণে অনীহায় বার্সেলোনা প্রথম পরিষ্কার সুযোগ তৈরি করে ম্যাচের ৩৫ মিনিটে। প্রথম জোরালো আক্রমণে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখাও।

জুল কুন্দের পাস থেকে ব্রাজিলিয়ান রাফিনহা ক্রস বাড়ান পেদ্রির উদ্দেশ্যে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণে ধার বাড়ায়নি। ম্যাচের ৬২ মিনিটে ফরোয়ার্ড রাফিনহাকে তুলে ফঁক কেসিয়েকে নামিয়ে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ গতি বাড়াতে চান। তবে তাতেও বিশেষ লাভ হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

লিগে ১৭ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল দলটি।

Link copied!