• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বিপিএলে ব্যাটিং ও বোলিংয়ে এগিয়ে বাংলাদেশিরাই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৪:৫৮ পিএম
বিপিএলে ব্যাটিং ও বোলিংয়ে এগিয়ে বাংলাদেশিরাই
তামিম ইকবাল ও শরিফুল ইসলাম । ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের ৪২টি ম্যাচই শেষ। ৭ দলই দু’বার করে একে-অপরের মুখোমুখি হয়। শুক্রবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। বিকেলের ম্যাচে সিলেট স্টাইকার্সের কাছে ৬ উইকেটে হেরেছে খুলনা টাইগার্স। দুরন্ত ঢাকা, সিলেট ও খুলনা প্লে-অফে উঠতে পারেনি। প্রথম পর্ব শেষে ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই বাংলাদেশি খেলোয়াড়রা এগিয়ে। 

বিদেশিদের মধ্যে কেউ শুরু থেকে অংশ নিয়ে মাঝ পথে চলে গেছেন, কেউ মাঝ পথে এসে খেলছেন এখনও, কেউ কেউ কয়েকম্যাচ খেলে চলে গেছেন।

দেশি ব্যাটারদের মধ্যে, দুই তরুণ তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম নিজেদের মেলে ধরতে পেরেছেন। আসরের তিন সেঞ্চুরিয়ানের মধ্যে তারা দু’জন। 

শেষ দিকে ধারাবাহিক ব্যাটিংয়ে রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। বরিশাল অধিনায়কের মোট সংগ্রহ ১২ ম্যাচে ৩২.৫৮ গড়ে ৩৯১ ( দুটি হাফ সেঞ্চুরি সহ)।  কুমিল্লার টপ অর্ডার তাওহিদ হৃদয় ১২ ম্যাচে ৩৮.৩ গড়ে ৩৮৩ রানে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ তামিম একটি সেঞ্চুরি সহ ১১ ম্যাচে ৩৪.৭২ গড়ে ৩৮২ রান নিয়ে। চতুর্থ স্থানে ঢাকার অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস। ১১ ম্যাচে ৩৯.১১ গড়ে তিনি রান করেছেন ৩৫২। পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। বরিশালের এই ব্যাটারের ১২ ম্যাচে ৩১৪। 

বোলারদের তালিকায় শীর্ষে ঢাকার পেসার শরিফুল ইসলাম। ১২ ম্যাচে তার উইকেট ২২টি। ১৭টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর রাইডার্সের সাকিব আল হাসান। ১৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে শেখ মেহেদী হাসান। বিদেশিদের মধ্যে ১৪ উইকেট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিলাল খান রয়েছেন চার নম্বর স্থানে। পাঁচে থাকা হাসান মাহমুদ নিয়েছেন ১৩ উইকেট।
 

Link copied!