• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৩:০৯ পিএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে পড়া নাজমুল হাসান শান্তর পরিবর্তে একাদশে এসেছেন লিটন দাস।

এদিকে, আগের দুই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন না আনলেও সুপার ফোরের প্রথম ম্যাচে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। এতে মোহাম্মদ নেওয়াজকে বসিয়ে ফাহিম আশরাফকে খেলাচ্ছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ 

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।  

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আগা সালমান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।

 

Link copied!